বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী আলভী। গেলো ২৫শে জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়া হসপিটালে স্থানীয় সময় সকাল ৬টা ২৬ মিনিটে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কন্যাসন্তান হওয়ায় আলভী ও তার স্বামী আমির ভীষণ খুশি। মেয়ের নাম রাখা হয়েছে আমিরা হাসিন এহেলি।
মা হওয়া পর খুশিতে আলভী বলেন, নারী জীবনের পরিপূর্ণতা পেলাম আমি। মহান আল্লাহ্র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে ফুটফুটে এক কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমার স্বামী আমিরও ভীষণ খুশি। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ্র আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন। উল্লেখ্য, ২০১১ সালের ১১ই অক্টোবর আমিরের সঙ্গে আলভীর বিয়ে হয়।
২০০৭ সালে ‘লাক্স -চ্যানেল আই’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন আলভী। তিনি প্রথম অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় ‘চলো না বৃষ্টিতে ভিজি’ নাটকে। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ছিল সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘পত্রমিতালী’। আলভী জানান, কিছুদিন পর দেশে ফিরে তিনি আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠবেন।
এমটিনিউজ/এসবি