রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৩৮:৩৩

নতুন বছরে নতুন লুকে হাজির হচ্ছেন পপি

নতুন বছরে নতুন লুকে হাজির হচ্ছেন পপি

কামরুজ্জামান মিলু : শিল্পীরা সবসময়ই ভালো কাজের জন্য প্রস্তুত থাকেন। আমিও এর বাইরে নই। যখন থেকে চলচ্চিত্রের ভাষা কিংবা কাজ বুঝতে শিখেছি তখন থেকে সবসময়ই ভালো কাজ করার চেষ্টা করেছি। এখনও ভালো কাজ করতে চাই। তাই নতুন ছবির প্রস্তাব প্রায় সময় এলেও মনের মতো ছবির গল্প খুঁজছি। এখন বছরে একটা ভালো কাজ হলেও সেটা নিয়ে এগুতে চাই।

ভালো কাহিনীতে কাজ করতে চাই। কারণ মনের মতো কাজ হলে একটাই যথেষ্ট। দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্রগুলোতে কাজ করার ইচ্ছা আমার। সামনে ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামের নতুন দু’টি ছবির কাজ শুরু হবে। দু’টি ছবিই পরিচালনা করবেন শহীদুল হক খান। নির্মাতা নিজেই এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন। এরই মধ্যে ‘যুদ্ধ শিশু’ ছবির মহরত হয়েছে।’

-কথাগুলো বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভিন পপি। নতুন বছরে নতুন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এজন্য নিজের ওজনও কমিয়েছেন তিনি। প্রযোজকরাও তাকে নতুন ছবির কাজে নেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তাব দিচ্ছেন। এরই মধ্যে দু’টি নতুন ছবি তার হাতে রয়েছে। আবার ‘টার্ন’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপি।

এ ছবির চরিত্র নিয়ে তিনি বলেন, একজন প্রতিবন্ধী ও বুদ্ধিমত্তা সম্পন্ন তরুণীর চরিত্রে আমাকে দেখা যাবে। এর আগে আমার এমন গল্পে অভিনয় করা হয়নি। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আর ‘যুদ্ধ শিশু’ ছবির কাজ সুইডেনে শুরু হওয়ার কথা রয়েছে। এসব ছবির কাজের বাইরে পপি একজন নারী হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের সিলিন্ডার গ্যাস ব্যবহারে সচেতনতার কাজ করে যাচ্ছেন।

বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সেমিনারে অংশও নেন এ চিত্রনায়িকা। সামনে একটি নামি কোম্পানির বিজ্ঞাপনেও কাজ করবেন পপি। উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে রুপালি পর্দায় কাজ শুরু করেন এ অভিনেত্রী।

ক্যারিয়ারের প্রথম ছবিতে কাজ করেই পান দর্শকপ্রিয়তা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এ পর্যন্ত ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)-এ তিনটি ছবিতে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে