বিনোদন ডেস্ক : নানা বিতর্ক, ঝামেলার পর শেষমেশ সঞ্জয়লীলা বনশালির ছবি পদ্মাবত বক্স অফিসে৷ ইতিমধ্যেই এই ছবি প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ দর্শক থেকে সিনেমা সমালোচকরাও ছবির প্রশংসা করছেন৷ তবে পুরো প্রশংসার অর্ধেক ভাগ নিয়ে ফেলেছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিং!
অনেকের মতো এই ছবি দীপিকা বা শাহিদের নয়, বরং ছবির গোটাটাই রণবীর সিংয়ের! সম্প্রতি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর সিং জানান, ‘আমার খুব ভালো লাগছে আমার অভিনয় প্রশংসা পারছে৷ পুরে ক্রেডিটটাই সঞ্জয় স্যারের৷ অনেকেই আমাকে এই চরিত্র করতে বারণ করেছিলেন৷ বলেছিলেন এটা নেগেটিভ চরিত্র৷ তবে আমার মনে হয়েছিল এরকম একটা ডার্ক চরিত্র করাটা অভিনেতার চ্যালেঞ্জ! ’
রণবীর আরও জানান, ‘নিজেকে আলাউদ্দিনের চরিত্রে ফেলতে, ২১ দিন ঘরে নিজেকে বন্দি করেছিলাম৷ খিলজিকে নিয়ে নানা পড়াশুনো করেছি৷ তথ্যচিত্র দেখেছি৷ খিলজি কীভাবে কথা বলে, কীভাবে চলাফেরা করে সব অনুকরণ করেছি৷ ভালো লাগছে যে আমার পরিশ্রম সফল হয়েছে!’
এমটিনিউজ/এসবি