রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:০২:১৫

জানেন কীভাবে বলিউডের কামব্যাক করতে চান বঙ্গসুন্দরী?

জানেন কীভাবে বলিউডের কামব্যাক করতে চান বঙ্গসুন্দরী?

বিনোদন ডেস্ক: কামব্যাক করতে চান বলিউডের বঙ্গসুন্দরী সুস্মিতা সেন৷ ২০১০-এর পর তিনি সাময়িক বিদায় নিয়েছিলেন বলিউড থেকে৷ দীর্ঘ সময় কাটান তার দুই মেয়ের সঙ্গে৷ অবশেষে ২০১৮ বলিউডে ফিরতে পারেন সুস্মিতা৷

শোনা যাচ্ছে, প্রস্তুতি নাকি চলছে জোরকদমে৷ প্রাক্তন মিস ইউনিভার্স বড় পর্দায় ফিরতে চান বলে কথা৷ যদিও কোন ফিল্মের মাধ্যমে তা এখনও প্রকাশ্যে আসেনি৷ কিন্তু তিনি সম্প্রতি একটি আর্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসে জানান-“আমি বিগত কয়েক বছর ধরেই সিদ্ধান্ত নিয়েছি অভিনয় জগতে ফিরব৷ এখন আমি একটা ভালো গল্প খুঁজছি৷ আমার মনে হয় এখন টানা ছয় মাস আমি যে কোন সিনেমার জন্য সময় দিতেই পারব৷ তার মানে এটা নয় আমার জন্য পারফেক্ট গল্প তৈরি হয়েই আছে৷ ফলে আপাতত অপেক্ষা করতেই হবে৷”

২০১০ এর পর থেকে দীর্ঘ ৮ বছর তিনি সময় দিয়েছেন তার দুই মেয়ে রিনি সেন এবং আলিশা সেনকে৷ তবে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে রাখলেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে প্রায়শই দেখা যেত৷ কিন্তু এবার তিনি কামব্যাক করতে চান বলিউডে৷

এদিকে পদ্মাবত বিতর্কেও সরব হন সুস৷ কয়েকদিন আগে পদ্মাবতকে নিষিদ্ধ করা নিয়ে হরিয়ানার গুরুগ্রামে একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দিয়েছিল করনি সেনা৷ এই ঘটনার বিরোধিতা করেন এই বলিউড অভিনেত্রী৷ ট্যুইটারে তিনি জানান- “শিশুসমেত একটি স্কুলবাসে আক্রমণ পুরোপুরি বর্বরচিত কাজ৷ এই কাপুরুষ দানবদের নিন্দা করি৷ এরকম হওয়া বাঞ্ছনীয় নয়৷ দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত৷” ট্যুইটারে তাঁর এই পোস্টের পরেই তাঁর সমর্থনে এগিয়ে আসেন একাধিক মানুষ৷ ভাইরাল হয়ে পড়ে পোস্টটি৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে