রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৪:১০

শেষ পর্যন্ত সুশান্ত তার প্রেমিকার বোনের সাথেও এসব..

শেষ পর্যন্ত সুশান্ত তার প্রেমিকার বোনের সাথেও এসব..

বিনোদন ডেস্ক : হলিউড রোম্যান্টিক ড্রামা দ্যা ফল্ট ইন আওয়ার স্টারস সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়ই? জন গ্রীনের লেখা গল্পটি বড়পর্দায় এনেছিলেন পরিচালক জন বুন। এবার বলিউডে রিমেক হতে চলেছে এই ছবিটি। আর এই ছবিতেই বলিউডে অভিষেক হতে চলেছে টিনসেল টাউনের এক নায়িকার বোন।

তাও আবার সেই অভিনেত্রী সো-কলড বয়ফ্রেন্ডের বিপরীতে। নায়িকা চরিত্রে। তিনি বলিডিভা কৃতি শ্যাননের বোন নুপূর শ্যানন। এর তারপর থেকেই বি-টাউনে শোনা যাচ্ছে শেষ পর্যন্ত সুশান্ত তার প্রেমিকার বোনের সাথেও রোমান্স করবে।

অবশেষে নুপূরের বলিউডে এন্ট্রি নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এন্ট্রি হতে পারে কৃতির সো-কলড বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুতের নায়িকা হিসাবে। যদিও সিনেমাটিতে প্রথমে সুশান্তের জায়গায় আদিত্য রায় কাপুরকে নিয়েছিলেন পরিচালক, প্রযোজকরা। কিন্তু হঠাত্ই নায়কের চরিত্র থেকে সরে আসেন আদিত্য।

এরপরই সুশান্তের কাছে প্রস্তাবটি যায়। সুশান্ত তাতে না করেননি। সুশান্তের বিপরীতে নায়িকার খোঁজ শুরু হয়। আলিয়া, দীপিকা, পরিণীতি ব্যস্ত থাকায় নায়িকা নির্বাচনে বেশ কিছুদিন সময় লাগে। তারপর কৃতির বোনকে এই সিনেমার মাধ্যমে লঞ্চ করার সিদ্ধান্ত নেয় পরিচালক মুকেশ ছাবড়া।

এখন সুশান্ত তার আগামী ছবিগুলি নিয়ে ব্যস্ত। ২০১৮ তে পরপর তিনটি ছবি হাতে রয়েছে সুশান্তের। বর্তমানে সুশান্ত ব্যস্ত অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমাটির শুটিং নিয়ে। বিগত কয়েকমাস ধরেই এই সিনেমাটির শুটিং চলছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। কেদারনাথ সিনেমাটি দিয়ে অভিষেক হতে চলেছে সাইফ কন্যা সারা আলি খানের।

পাশাপাশি ভূমি পেডনাকারের সঙ্গেও জুটি বাঁধতে চলছেন এই অভিনেতা। পরিচালক অভিষেক চৌবের পরিচালনায় এই সিনেমারও শুটিং চলছে বেশ কিছুদিন ধরে। তাছাড়াও করণ জোহারের প্রযোজনায় ড্রাইভ ছবিতেও কাজ করছেন সুশান্ত। সেখানে সুশান্তের বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি পুরোটাই শুটিং হবে ইজরায়েলে।

ফলে ২০১৮-তে সুশান্ত সিং রাজপুতের ঝুলিতে রয়েছে পরপর ৪ টি ছবি। যেখানে তার বিপরীতে যেমন রয়েছে বেশকিছু নয়া মুখ। তেমনি আবার বাঁধতে চলেছে বেশকিছু নয়া জুটি। ফলে চলতি বছর যে সুশান্তের খুব একটা খারাপ যাবে না তা কিন্তু বলাই যায়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে