বিনোদন ডেস্ক : পদ্মাবত নিয়ে অশান্তির মেঘ কাটছেই না। এর আগে মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহের সামনে ছোড়া হয়েছিল পেট্রল বোমা। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। সেখানে শ্যাম সিনেমা হল পদ্মাবতের প্রদশর্ন চলছিল।
তার সামনে দু'টি পেট্রল বোমা ছোড়া হয়। যদিও বোমাগুলি ফাটেনি। ফলে কোনও হতাহতের খবরও নেই। সিনেমা দেখানোও বন্ধ হয়নি। তবে গোলমালের আশঙ্কায় সেখানে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
যদিও দফায় দফায় গোটা শহর জুড়েই বিক্ষোভ দেখিয়েছেল করনি সেনার সদস্যরা। এর আগে মহারাষ্ট্রের কল্যাণ ও থানে-তেও একই ভাবে পেট্রোল বোমা ছুড়েছিল করনি সেনা। তবে গোটা দেশ জুড়ে যতই বিক্ষোভ চলুক না কেন, পদ্মাবতের ব্যবসাকে আটকানো যাচ্ছে না।
বছররের অন্যতম সেরা হিট হওয়ার দিকে এগোচ্ছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এবং শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত এই ছবি। বিশেষ আলাউদ্দিন খলজির ভূমিকায় রণবীরের অভিনয় সকলেরই মন জিতে নিয়েছে।
এমটিনিউজ/এসএস