বিনোদন ডেস্ক : ফের প্রযুক্তির অভিশাপে কলঙ্কিত নামি অভিনেত্রী! মার্কিন কমিক চরিত্র ওয়ান্ডার ওম্যান খ্যাত হলিউড তারকা গোল গ্যাডেটের নকল অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া হল ইন্টারনেটে।
ভিডিওটিতে অন্য নীল ছবির স্টারের মুখে বসিয়ে দেওয়া হয়েছে এই অভিনেত্রীর মুখ। আর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া মাত্র ভাইরাল। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে অভিনেত্রী। শুরু হয়েছে ঘটনার তদন্তও।
তদন্তে দেখা গিয়েছে, ভিডিওটি তৈরি করেছে Deepfakes নামে একটি সংস্থা। এই সংস্থার হ্যাকাররাই TensorFlow ওপেন সোর্স মেশিন লার্নিং টুলের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।
রিসার্চদের জন্যে গুগলে একেবারে বিনামূল্যেই পাওয়া যায়। ফলে সেখান থেকে ডাউনলোড করেই এই কারসাজি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে প্রশাসন।
তদন্তকারীদের দাবি, এমনভাবে এই টুলের মাধ্যমে নীল ছবির স্টারের মুখ সরিয়ে এই অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে তা হঠাৎ দেখলে কখনই বুঝবেন না। ফলে, অনেকেই সেই ভিডিও অভিনেত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও বলে গুলিয়েছেন। তবে ভালো করে দেখলে পরিস্কার বোঝা যাচ্ছে পুরো ভিডিওর মধ্যে কারসাজি রয়েছে।
এমটিনিউজ/এসএস