সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫:৪৮

বিয়ের পর এ কী হাল বিরাট ঘরণী অানুশকার?

বিয়ের পর এ কী হাল বিরাট ঘরণী অানুশকার?

বিনোদন ডেস্ক: বিয়ের পর এ কী হাল বিরাট ঘরণী অানুশকার? হ্যাঁ ছবিতে যা দেখছেন সেটা, বিয়ের কয়েক দিন পর শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’-র শুটিং দিয়ে ফ্লোরে ফেরেন অানুশকা শর্মা। তার মধ্যে রয়েছে অানুশকার ‘পরী’-র শুটিংয়ের কাজও। সম্প্রতি সেই ছবিও প্রকাশ্যে এসেছে। আর এবার সামনে এল অানুশকার তৃতীয় সিনেমা ‘সুই ধাগা’-র দ্বিতীয় পোস্টার।

‘সুই ধাগা’-র দ্বিতীয় যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে অানুশকাকে যেন চেনাই যাচ্ছে না। গ্ল্যামারহীন অনুষ্কার ওই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। মিসেস কোহলির ওই ছবি দেখে প্রথমে বেশ কিছুটা বিমর্ষই হয়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু, বিষয়টি জানার পর অানুশকার ওই লুকের তারিফ করেছেন অনেকেই।

‘সুই ধাগা’য় অানুশকার শর্মার বিপরতে রয়েছেন বরুণ ধাওয়ান। অানুশকার পাশাপাশি ডেভিড ধাওয়ান পুত্রও ওই সিনেমার আরও একটি পোস্টার রিটুইট করেছেন। যা দেখে তাঁদের ভক্তদের মধ্যে সিনেমা নিয়ে উত্সাহ বাড়তে শুরু করেছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে