মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:১০:৪২

বাঘের চেয়েও ভয়ংকর হৃদয় খান: পড়শি

বাঘের চেয়েও ভয়ংকর হৃদয় খান: পড়শি

বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী হিসেবে পেয়েছেন তারকাখ্যাতি। পরবর্তীতে মডেল হিসেবেও দেখা গেছে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেও আলোচিত হয়েছেন। এখন আরজে হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বলছি সাবরিনা পড়শির কথা।

চলতি সপ্তাহে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন পড়শি। সেখানে তিনি হৃদয় খানের সঙ্গে ঘরোয়াভাবে একটি গান করেন। সেই গানটিতে সাবলীল কণ্ঠে দেখা গেছে হৃদয় খান ও পড়শিকে।

একইসঙ্গে নতুন তথ্যও জানিয়েছেন পড়শি। হৃদয় খানকে ভীষণ ভয় পান তিনি। সঙ্গীতশিল্পী হৃদয় খানের প্রশ্ন পড়শি আমাকে কেন ভয় পায়?

হৃদয় খান বলেন, ‘আমি জানতে পারলাম পড়শি নাকি আমাকে ভয় পায়। কিন্তু এটা কেন? আমি আসলেই বুঝতে পারছি না।’

এসময় পড়শি বলেন, ‘আমার ব্যাপারটা হলো কি, আমি টাইগারকেও এতোটা ভয় পাই না তোমাকে যতোটা ভয় পাই।’

হৃদয় খান বলেন, ‘আমি কি টাইগার, পড়শি আমাকে কেন ভয় পাবে?’

তার জবাবে পড়শি বলেন, ‘তোমাকে টাইগারের চেয়েও বেশি ভয়ংকর লাগে আমার কাছে।’এই আলাপচারিতার পরই হৃদয় খান ও পড়শি গেয়ে শোনান ‘তুমি আমার’শিরোনামের একটি গান।

পড়শি ও হৃদয় খান দুজনই এখন ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি নতুন গানের পরিকল্পনা চলছে। নতুন বছরে পৃথকভাবে নতুন গান নিয়ে দর্শকের সামনে হাজির হবেন এই দুই তারকা। এছাড়া আরজে হিসেবে পড়শির নিয়মিত ব্যস্ততা তো আছেই।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে