মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩:০৩

কলকাতার নুসরাতের সাথে কাজ করা নিয়ে যা বললেন চঞ্চল

কলকাতার নুসরাতের সাথে কাজ করা নিয়ে যা বললেন চঞ্চল

বিনোদন ডেস্ক : কলকাতার নায়িকা নুসরাত জাহান আর আপনি জুটি হয়ে একটি ছবি করছেন। খবর প্রকাশ হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, নাট্য নির্মাতা দোদুল এবার ছবি বানাচ্ছে। সে আমার বন্ধু মানুষ। প্রথম ছবিতেই আমাকে কাস্ট করতে চাইছে। তার সঙ্গে কথা হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। এটার খুব দরকারও নেই।

তিনি বলেন, আমাদের সম্পর্কটা এমন যে আমাদের মৌখিক আলাপই যথেষ্ট। এছাড়াও তার প্রথম ছবিতে আমাকে নিচ্ছে এটাই বড় কথা। আমিও ছবিটি করছি। তবে নায়িকা কে হচ্ছে সেটা এখনও আমি জানি না। এটা দোদুল ভালো বলতে পারবে। তবে শুনলাম সে কলকতার নুসরাতের সঙ্গে কথা বলেছে। এখনও তো তেমন কিছু জানায়নি। তাই আমিও নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

নতুন ছবির শুটিং নিয়ে চঞ্চল বলেন, আমি কাজ করছি এটা তো নিশ্চিত। এখন নায়িকাসহ অন্য আর্টিস্টদের চূড়ান্ত করার পালা। যতদূর জানি আগামী মার্চেই এর শুটিং শুরু হবে। আসলে ছবি বা নাটক আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে আসল হল চরিত্র বা অভিনয়ের জায়গা। ‘আয়নাবাজি’ মুক্তির পর ‘দেবী’ ছবিতে অভিনয় করেছি। ছবিটি এ বছর মুক্তি পাবে। দেবীতে আমি মিসির আলীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছি। এ বছর করছি নতুন এ ছবিতে। ঝুঁকে পড়া বলে না। নাটকে আমি নিয়মিতই আছি।

ব্যস্ততার খবর কী মনপুরা’র এই নায়ক বলেন, এখন তো আমার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। সেগুলোর শুটিং করছি। প্রচার চলতি ধারাবাহিকগুলো হচ্ছে ‘মজনু একজন পাগল নহে’, ‘বিদেশী পাড়া’, ‘ডুগডুগি’ ও ‘ডাক্তার পাড়া’। এছাড়াও সকাল আহমেদ’র ‘ভদ্রপাড়া’ ও সাগর জাহানের ‘ডি টুয়েন্টি’ নামের দুটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। আগামী মাসে নাটক দুটি প্রচারে আসবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে