মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:০৫:০৪

‘আমি কাঁদছিলাম, সে তীব্র অশালীন শব্দে গোঙরাতে থাকেন’

‘আমি কাঁদছিলাম, সে তীব্র অশালীন শব্দে গোঙরাতে থাকেন’

বিনোদন ডেস্ক : হলিউড মুঘল হারভে উইন্সটেনের বিরুদ্ধে রগরগে শারীরিক নির্যাতনের আরো অভিযোগ তুললেন অভিনেত্রী রোজ ম্যাকগোয়েন। তিনি বললেন, ১৯৯৭ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তার ওপর চোখ পড়ে উইন্সটেনের। তিনি তাকে ডিয়ার ভ্যালিতে স্টেইন এরিকসেন লজে আমন্ত্রণ জানান।

ম্যাকগোয়েন সেখানে উপস্থিত হলে জোর করে তার পোশাক খুলে নেন উইন্সটেন। সেটা করতে গিয়ে ম্যাকগোয়েনের পোশাক ছিড়ে পর্যন্ত ফেলেন। এরপর তার হোটেল স্যুটের একটি ‘জ্যাকুজি’র এক প্রান্তে বসতে বাধ্য করেন তাকে। ওই অভিনেত্রীকে বাধ্য করেন ‘ওরাল ..’ পারফরম করতে। অন্যদিকে হারভে উইন্সটেন নিজে নিজে ‘মাস্টরবেট’ করতে থাকেন। রোজ ম্যাকগোয়েন বলেন, এ সময় তিনি ভয়ে হিম হয়ে গিয়েছিলেন।

নিজের স্মৃতিকথা ‘ব্রেভ’ বইয়ে এসব কথা লিখেছেন রোজ ম্যাকগোয়েন। তার সঙ্গে উইন্সটেন ওই ঘটনা ঘটনায় যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে। তবে ওই সময় বিষয়টি ম্যাকগোয়েনের সঙ্গে এক লাখ ডলারে মিটমাট করে নিয়েছিলেন উইন্সটেন। ফলে তখন তিনি আর এ নিয়ে কোনো মামলা করেন নি। তবে তিনি বিষয়টি অভিনেতা বেন অ্যাফ্লেককে অবহিত করেছিলেন। ওদিকে নতুন করে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন হারভে উইন্সটেন। রোজ ম্যাকগোয়েনের লেখা বইটির একটি কপি পেয়েছে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস।

এতে রোজ ম্যাকগোয়েন বলেছেন, স্টেইন এরিকসেন লজে যা ঘটেছিল তা এ রকম- ‘তিনি তীব্র শব্দে গোঙরাতে থাকেন। আমি তখন কাঁদছি। কান্নাভেজা চোখে দেখতে পাচ্ছি তার অশালীন আচরণ। এ বিষয়টি বেন অ্যাফ্লেককে অবহিত করেন তিনি। কিন্তু তা পাত্তাই দেন নি অ্যাফ্লেক।

জবাবে তিনি বলেছিলেন, অন্য কোনো মানুষের ব্যক্তিগত বিষয়ে আমি নাক গলাতে পারবো না। এসব তাদের বিষয়। তবে ‘ব্রেভ’ বইয়ে অ্যাফ্লেক সম্পর্কে তিনি কতটুকু প্রকাশ করবেন তা পরিষ্কার নয়। তবে বইয়ে ম্যাকগোয়েন লিখেছেন, হলিউডে খুব কম সংখ্যক সেক্সসিম্বলই আছেন, যারা এসব মানসিকতার মানুষের হাত থেকে রেহাই পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে এশিয়া আর্জেন্টো নামে একজন অভিনেত্রী একই রকম অভিযোগ এনেছিলেন হারভে উইন্সটেনের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ওই ঘটনা ঘটেছিল কান চলচ্চিত্র উৎসবে এবং সেটা ১৯৯৭ সালের দু’চারমাস পরে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে