মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:১৮:৪৩

দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারছেন কিনা!

দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারছেন কিনা!

বিনোদন ডেস্ক : বলিউডে এখন এক্সপেরিমেন্টের ঝড়৷ অভিনেতারা এখন নিজেদের ইমেজকে ভেঙে চুড়ে নতুন নতুন ভাবে সিনেপর্দায় আসতে সবসময় তৈরি৷ তাই তো পদ্মাবত ছবিতে বিতর্কের মাঝে খিলজি রূপে রণবীরের লুক ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দুনিয়া৷

অন্যদিকে আমির খানের ঠগ অফ হিন্দুস্থানের লুকও নজর কেড়েছে সবার৷ তবে এবার এই লুক চেঞ্জের তালিকায় চলে আসলেন সুশান্ত সিং রাজপুত৷ অভিষেক চৌবের ‘সোনচিড়িয়া’ ছবিতে এমন রূপ নিলেন, যে চেনা মুশকিল!

চম্বলের ডাকাতের ওপর নির্ভর করেই তৈরি হয়েছে এই ‘সোনচিড়িয়া’ ছবিটি৷ সুশান্তের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনাকর, মনোজ বাজপেয়ি, রণবীর শোরেকে৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে