মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ১১:১৩:১১

সিং না কাপুর, দীপিকাকে 'বউ' করতে দুই রণবীরের পরিবারের টানাটানি!

সিং না কাপুর, দীপিকাকে 'বউ' করতে দুই রণবীরের পরিবারের টানাটানি!

বিনোদন ডেস্ক: ‘পদ্মাবত’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। সিনেমা দেখার পর দীপিকার অভিনয়ের প্রশংসা করে তাঁকে ভরিয়ে দেন তারা। এমনকি উপহারও পাঠান, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়িকা। পরে ঋষি এবং নীতু কাপুরকে পাল্টা ধন্যবাদও জানাতে ভুলেননি দীপিকা।

জি নিউজের খবর, দীপিকার উপর রণবীর কাপুরের বাবা-মায়ের স্নেহ দেখে বলিউডের একটি অংশ মনে করছে, প্রাক্তন বান্ধবীর সঙ্গে আবার কি তাহলে তার সম্পর্কে জোড়া দিয়ে চলেছে রণবীর কাপুর? দীপিকাকে ছেলের বউ করে আনার জন্য কি সক্রিয় হচ্ছেন কাপুর দম্পতি? যদিও এমন গুঞ্জনের বিষয়ে এখনও কোনো পক্ষই মুখ খোলেননি।

এদিকে, পদ্মাবত মুক্তির আগে শ্রীলঙ্কায় গিয়ে দীপিকা পাডুকনকে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি এবং হিরের গয়না উপহার দিয়েছেন রণবীর সিং-এর বাবা-মা। দীপিকাকে শিগগিরই সিং বাড়ির বউ করে নিয়ে যাবেন বলেই রণবীরের বাবা-মায়ের ওই উদ্যোগ বলেই মনে করছে বলিউডের একাংশ। যদিও এই মুহূর্তে বিয়ে করে সংসার পাতানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন দীপিকা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে