বিনোদন ডেস্ক: ছোট পর্দায় রিয়েলিটি শো-এর ছড়াছড়ি। এরই মধ্যে কিছু শো সাদরে গ্রহণ করে দর্শক, কিছু আবার সেভাবে জনপ্রিয়তা পায় না। সে রকমই ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। বিভিন্ন সময়ে এই শো সঞ্চালনা করেছেন আরশাদ ওয়ারসি, শিল্পা শেঠি, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত। কিন্তু এঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন সালমান খান।
এই শো-এর সঞ্চালনা করেছেন তিনি। এর দৌলতেই অনায়াসে দেশের প্রতিটি ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন সালমান। সঞ্চালক হিসাবে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন সালমান। কিন্তু শোনা যাচ্ছে বিগ বস সিজন -১১ সালমানের নজর কাড়লেন এলি অ্যব্রাম। বিগ বস খ্যাত এলি নাকি সালমান খানের কাছে একমাত্র ফেভারিট সুন্দরী।
গত ১৪ জানুয়ারি রাতে প্রচার হয় ‘বিগ বস সিজন ১১’র চূড়ান্ত পর্ব। এতে হিনা খানকে পেছনে ফেলে বিজয়ী হন সিরিয়াল ‘ভাবিজি ঘর পার হ্যায়’ এর টিভি অভিনেত্রী শিল্পা শিন্ডে। তবুও নাকি বিগ বস খ্যাত এলি সালমান খানের খুব ফেভারিট।
এমটি নিউজ/এপি/ডিসি