বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:৪৫:৪১

বিয়ের পর কাজে ফিরলেন কোহলির স্ত্রী অানুশকা, ব্যস্ত সুঁই ধাগা নিয়ে!

বিয়ের পর কাজে ফিরলেন কোহলির স্ত্রী অানুশকা, ব্যস্ত সুঁই ধাগা নিয়ে!

বিনোদন ডেস্ক: বিয়ের পর কাজে ফিরলেন কোহলির স্ত্রী অানুশকা শর্মা। তিনি এবার ব্যস্ত সুঁই ধাগা নিয়ে! হাই প্রোফাইল বিয়ে সারা। আসন্ন ছবি সুঁই ধাগা জন্য সেলাই শিখেছেন অানুশকা শর্মা। সুঁই ধাগার সেটে অত্যন্ত সাধারণভাবে দেখা গেল তাকে।

সুঁই ধাগা। মানে ছুঁচ সুতো। ছবিতে অানুশকা নায়ক বরুণ ধবন। এই প্রথম একসঙ্গে কাজ করছেন তাঁরা। ছবিটি কেন্দ্রের মেড ইন ইন্ডিয়াকে মাথায় রেখে। সুই ধাগার অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে অানুশকা-বরুণের হাতে কলমে সেলাই শেখার ছবি। ছবির পরিচালক শরত কাটারিয়া। তিনি দম লাগাকে হেঁইসা-রও পরিচালক ছিলেন। প্রযোজক মণীশ শর্মা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে