বিনোদন ডেস্ক: প্রেমিকার সিঁথিতে রক্ত দিয়ে সিঁদুর দান আহত প্রেমিকের, হার মানবে সিনেমাও! বেশ কয়েকবছর ধরেই বনগাঁর শক্তিগড় এলাকার বলরাম নাগ(২১) ও শিউলি বিশ্বাস(২০) একে অপরকে ভালবাসেন। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া তাঁরা।
এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। প্রেমিকার বাবার বেধড়ক মারে হাসপাতালে প্রেমিক। বাড়ি থেকে পালিয়ে হাসপাতালে প্রেমিককে দেখতে ছুটলেন প্রেমিকা। হাসপাতালে নিজের হাত কেটে প্রেমিকার সিঁথিতে ‘রক্ত তিলক’ এঁকে দিলেন আহত প্রেমিক। এ কোনও বাংলা ছবির চিত্রনাট্য নয়, এমন ঘটনার সাক্ষী থাকল বনগাঁ মহকুমা হাসপাতাল।
বেশ কয়েকবছর ধরেই বনগাঁর শক্তিগড় এলাকার বলরাম নাগ(২১) ও শিউলি বিশ্বাস(২০) একে অপরকে ভালবাসেন। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া তাঁরা। শিউলির পরিবার মেনে নেয়নি এই সম্পর্ক। দুই পরিবার আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেস্টাও করে বহুবার। কিন্তু তাতে লাভ হয়নি।
৩১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর