বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮, ০৪:১৭:২১

প্রথম সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব খান

প্রথম সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব খান

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতে আজ ১২ বছর ধরে রাজত্ব করে আসছেন ঢালিউডের কিং খ্যাত সুপারস্টার শাকিব খান। তবে শুরুটাই এতটা সুখের ছিলো না তার। 

বহু চড়াই উৎরাই পেরিয়ে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।

প্রথম সিনেমার মহরত অনুষ্ঠানে শাকিব খান। কিন্তু ছবিটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছাতে সাহায্য না করলেও ক্যারিয়ারের ২য় বছরেই জনপ্রিয় অভিনেত্রী  শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচিত হয় এবং খুব তাড়াতাড়ি শাবনূর-শাকিব খান জুটি বাংলা সিনেমার অন্যতম ব্যবসাসফল ও প্রযোজকদের আস্থাভাজন জুটিতে পরিণত হয়।

তিনি ২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ২০১২ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৫ সালে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন।

এদিকে তার অভিনীত প্রথম  সিনেমা ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মহরতের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। শাকিব ভক্তদের দেখা যাচ্ছে ছবিটি ফেসবুক পেইজে শেয়ার করতে । প্রিয় অভিনেতার প্রথম সিনেমার মহরতের ছবিটি দেখে ভক্তরা বেশ অবাক। ছবিটি বলে দিচ্ছে শাকিবের বর্তমান আর অতীতের মধ্যে কত তফাৎ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে