বিনোদন ডেস্ক : 'পদ্মাবত' নিয়ে অভিনেত্রী স্বরা ভাস্করের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে তরজায় জড়ালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পাল্টা বিবেককে 'অসুস্থ মানসিকতার' বলে দাবি করেছন স্বরা।
বুধবার এক অনুষ্ঠানে স্বরাকে চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে স্বরা বলেন, "আমি নম্রভাবে নিজের প্রতিক্রিয়া রেখেছি। আমার কোনও ভুল বা ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। আমার মনে হয়, আমার মনে যে প্রশ্ন উঠেছিল সেটা আমি জিজ্ঞেস করেছি। কেউ যদি আমার সঙ্গে একমত না হন, হবেন না। কারণ এটা গণতন্ত্রাকি দেশ। জানি না যারা পদ্মাবতের সঙ্গে যুক্ত নয় তারা কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। একটা বিশেষ শব্দ, যেটা V দিয়ে শুরু সেটা বলায় এতটা বিবাদ হবে বুঝিনি।"
রবিবার একটি খোলা চিঠি লেখেন স্বরা। বলেন, "বিধবা, ধর্ষিতা, গর্ভবতী, প্রৌঢ়া, যুবতি বা মহিলাদের বেঁচে থাকার উপরই প্রশ্নচিহ্ন একে দিল পদ্মাবত। বিবেকের এই আক্রমণের পাল্টা হিসেবে স্বরা বলেছেন, 'আপনি কি বলতে চাইছেন, আমার ধর্ষিতা হওয়া উচিত? এটা কি আপনি সত্যিই বলছেন? আপনিই এই ট্যুইট করেছেন বিবেক? আপনার আচরণ ও শিষ্টাচারের মানের বিচারেও এটা অত্যন্ত নিচু।'
এমটিনিউজ/এসবি