বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বেশ কিছু দিন ধরেই তার সঙ্গে মাইকেল নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোন যাচ্ছে। দুজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।
কয়েকদিন আগে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলন তারা। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতিও নাকি নিচ্ছেন। চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন এ জুটি। তবে এই বিষয়ে কিছুতেই মুখ খুলছিলেন কমল হাসান তণয়া। অবশেষে মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘আমার পক্ষ থেকে উত্তর হচ্ছে ‘না’। আমি এ বছর বিয়ে করছি না। সুতরাং সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আমি বিয়ে করি এতে লুকানোর কিছু নেই। কিন্তু আমি এখন এটি করছি না। এই মুহূর্তে বিয়ে ছাড়াও আমার অনেক কাজ করার রয়েছে। এখন ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছি।’
ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকা দম্পতির মেয়ে শ্রুতি হাসান। বিয়ে নিয়ে মা-বাবার পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা এমন নয়। তারা সবসময়ই আমার সঙ্গে আন্তরিক এবং আমি আমার মতো করে জীবনযাপন করি। সুতরাং, তারা কখনই আমাকে বিয়ের ব্যাপারে কিছু বলেন না।’
এমটিনিউজ/এসবি