বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৩৯:৩৯

অসম বয়সী যুবকের প্রেমে শ্রীলেখার 'লকড'!

অসম বয়সী যুবকের প্রেমে শ্রীলেখার 'লকড'!

বিনোদন ডেস্ক : হেডলাইনটা পড়ে চমকে গেলেন? কিন্তু এ ঘটনা নিখাদ সত্যি। তবে ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন। এ ঘটনা রিয়েল নয়, রিল লাইফের। অসমবয়সী দাম্পত্যের গল্প নিয়ে 'লকড' নামে একটি শর্টফিল্ম তৈরি করতে চলেছেন পরিচালক সব্যসাচী ভৌমিক।

কয়েক ঘণ্টার গল্পকে পর্দায় তুলে ধরবেন তিনি। মাত্র দুটি চরিত্র। যার একটিতে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র। অন্য একটি চরিত্রে দেখা যাবে নতুন মুখ শঙ্খদীপ রায়কে।

সব্যসাচীর লেখা গল্প নিয়ে যদিও এখনই মুখ খুলতে নারাজ শ্রীলেখা। তার কথায়, ''এই গল্পে যে সম্পর্ক দেখানো হবে সেখানে মহিলার বয়স বেশি। পুরুষটির বয়স কম। তারা এক সাথে থাকে, নাকি বিবাহিত সেটা আপাতত রহস্যই থাক।''

শ্রীলেখা জানালেন, এই প্রজেক্টে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন তিনি। চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হবে এই শর্টফিল্মের শুটিং। তারপর 'লকড্' মুক্তি পাবে ইউটিউবে। স্বল্প দৈর্ঘ্যের এই ছবি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোরও পরিকল্পনা রয়েছে টিম 'লকড্'-এর।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে