শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪৫:২২

জুনেই সোনম কাপুরের বিয়ে

জুনেই সোনম কাপুরের বিয়ে

বিনোদন ডেস্ক : এবার সত্যি সত্যি বিয়ে। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, জুনেই দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনিল কাপুরের মেয়ে।

পারিবারিক সূত্র জানিয়েছে, ‘এ বছর জুনে সোনম ও আনন্দের বিয়ের পরিকল্পনা চলছে। আনন্দকে নিয়ে সোনমের মনে কোনো দ্বিধা নেই। আনন্দও সোনমের প্রতি খুব যত্নশীল।’

প্রথমদিকে বাবা অনিল কাপুর আনন্দ আহুজাকে নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। সব বাবাই মেয়ের প্রেমিক নিয়ে প্রথম প্রথম একটু চিন্তায় থাকেন। কিন্তু অনিল কাপুর আর তার স্ত্রী সুনিতা এখন আনন্দকে ঘরের ছেলে করে নিয়েছেন।

কাপুরদের যে কোনো পার্টিতে আনন্দের সাবলীল উপস্থিতি দেখে তা বেশ বোঝা যায়। এ ছাড়া সোনমের ছোট ভাই নায়ক হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি হবু ভগ্নিপতির ভীষণ ভাব।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে