শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৫১:১৪

হঠাৎ করেই অপু বিশ্বাস কেন সেখানে ?

হঠাৎ করেই অপু বিশ্বাস কেন সেখানে ?

বিনোদন ডেস্ক :  হঠাৎ করেই চাঁদপুরে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। হঠাৎ করেই অপু বিশ্বাস কেন সেখানে ?

জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রাণ গ্রুপের কম্পানির কর্মকর্তা ও রিটেইলারদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। অপুর উপস্থিতি অবাক করেছে চাঁদপুরবাসীকে। হঠাৎ তার আসার কথা শুনে অবাক হয়েছেন সেখানকার লোকজন। অনেকেই শ্বাস করতে পারেননি যে সত্যি অপু চাঁদপুরে এসেছেন।

ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতিটা ছিল চমক। মঞ্চে নাকি বারবার ঘোষণা করা হচ্ছিল অপু বিশ্বাস আসবেন। কিন্তু উপস্থিতিরা বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু যখন অপু মঞ্চে এলেন তখন আর অবিশ্বাসের কিছু রইলো না। সবাই বিস্ময় নিয়ে প্রিয় নায়িকাকে দেখে গেল।

অপু মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুরে আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না। অপু বিশ্বাসের উপস্থিতিতে চাঁদপুরের শিল্পকলা একাডেমি এলাকায় ব্যাপক ভীড় জমে যায়।


এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে