শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:১৮:২২

১ কোটি ছাড়িয়েছে 'আশিক বানায়া আপনে'

১ কোটি ছাড়িয়েছে 'আশিক বানায়া আপনে'

বিনোদন ডেস্ক: টি সিরিজ গত পাঁচ বছর ধরে তাদের জনপ্রিয় গানগুলো নতুন করে ফিরিয়ে আনছে। এই তালিকায় সর্বশেষ যোগ হয়েছে 'আশিক বানায়া আপনে'। মুক্তির পর নতুন এ সংস্করণটি ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে।

২০০৫ সালে মুক্তি পাওয়া 'আশিক বানায়া আপনে' ছবির এ টাইটেল ট্র্যাক এখনো অনেকের মুখে মুখে ফিরে। হিমেশ রেশমিয়া গানটি কম্পোজ করেছিলেন আর এর মাধ্যমে গায়ক হিসেবে পোক্ত আসন গড়েন তিনি।

সম্প্রতি 'হেট স্টোরি ফোর' ছবিতে গানটি ফের ব্যবহৃত হয়েছে তবে এতে বাড়তি কিছু লাইন যোগ করা হয়েছে। গানটির মূল লিরিকস লিখেন সামীর। এবারের গানটিতে কিছু লাইন যোগ করেছেন মনোজ মুনতাশীর। কম্পোজ করেছেন তানিশক বাগচি।

বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি 'হেট স্টোরি'র চতুর্থ কিস্তি আগামী ৯ মার্চ মুক্তি পাচ্ছে। সিনেমায় একজন সুপার মডেলের চরিত্রে দেখা যাবে ঊর্বশীকে। আরও অভিনয় করেছেন করণ ওয়াহি ও ভিভান ভাতেনা। বিশাল পান্ডিয়া পরিচালিত ছবিটির ট্রেইলার ২৬ জানুয়ারি ইউটিউবে ছাড়া হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে