শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৫২:১৩

অপারেশন করে রূপ বদলেছেন যে তারকারা

অপারেশন করে রূপ বদলেছেন যে তারকারা

বিনোদন ডেস্ক :   স্রষ্টা প্রদত্ত রূপ নিয়ে বলিউড নায়িকারা খুশি নন বুঝি!তাইতো বেশ কয়েকজন অপারেশন করে রূপ বদলেছেন। প্লাস্টিক সার্জারি করিয়ে মুখের আদল কিছুটা বদল করেছেন। এমন নয়জন বলিউড সুন্দরীর খোঁজ রইলো এই প্রতিবেদনে। এবার দেখে নিন, অপারেশন করে রূপ বদলেছেন যে তারকারা :-

প্রিয়াঙ্কা চোপড়া
অপারেশন করে রূপ বদলানোর বলিউড নায়িকাদের তালিকায় প্রথমে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। পিগি চপস খ্যাত এই নায়িকা নাকি নাকে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। এই নিয়ে বলিউড টাউনে বিস্তর বিতর্ক হয়েছে। যদিও পিগি চপস সংবাদমাধ্যমের সামনে কখনওই তা স্বীকার করেননি।

আনুশকা শর্মা
রব নে বনা দি জোড়ি’ দিয়ে বলিউডে হাতে খড়ি হয় অনুশকার। কিন্তু ‘পিকে’ ছবি করার আগে ঠোঁটে সার্জারি করান তিনি। ফলে চেহারায় কিছুটা বদল আসে অনুশকার।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ নাকি নাক ও ঠোঁটে কসমেটিক্স সার্জারি করিয়েছেন। এটা কারো অজানা নয়। কিন্তু নিজের মুখে তা স্বীকার করতে চান না। কিন্তু ভক্তরা তার এই বদলটা ঠিকই ধরেছেন।

কোয়েনা মিত্র
কোয়েনা মিত্র নাক, ঠোঁট, গাল ও ভুরু পুরোটাই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। ফলে তাকে দেখে আরও রূপসী লাগে।

কঙ্গনা রানাউত
‘গ্যাংস্টার’ ছবিতেই কঙ্গনা রানাউত মন জয় করেছিলেন দর্শকের। তার কিন্তু পরে গাল ও ঠোঁটে সার্জারি করেছে বলে শোনা যায়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে