শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪৮:২৫

‘খিলজী’ রণবীরকে দেখলেই কাঁদতে শুরু করছে শিশুরা!

‘খিলজী’ রণবীরকে দেখলেই কাঁদতে শুরু করছে শিশুরা!

বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’ ছবিতে তার চরিত্র আলাউদ্দিন খিলজী যে অন্যতম, তা কিন্তু দর্শক থেকে সমালোচক সবাই জানেন। কিন্তু আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করতে গিয়ে এখন মধুর এক সমস্যায় পড়তে হচ্ছে রণবীর সিংকে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে রণবীর সিং জানিয়েছেন, আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করার পর থেকেই তিনি পড়েছেন মহা ফাঁপরে। সিনেমা মুক্তি পাওয়ার পর এখন নাকি তাকে দেখলেই বাচ্চারা কেঁদে ওঠে।

সেই সঙ্গে তিনি আরও জনিয়েছেন, শিশুদের সঙ্গে থাকতে পছন্দ করেন তিনি। তাদের সঙ্গে খেলতেও ভালবাসেন। কিন্তু, পর্দায় হিংস্র খিলজীর চরিত্রে অভিনয় করার পরই এবার তাকে দেখে কাঁদতে শুরু করেছে শিশুরা।

এদিকে পদ্মাবত মুক্তি পাওয়ার পর এই সিনেমাকে ‘নারীত্ব’কে অসন্মান করা হয়েছে বলে দাবি করে ফের নতুন বিতর্ক উসকে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কিন্তু স্বরাকে নিয়ে বিতর্কের মধ্যে রণবীর বলেন, সিনেমা নিয়ে স্বরা সমালোচনা করলেও, তার অভিনয়ের প্রশংসা করেছেন। পাশপাশি স্বরা নাকি রণবীরের প্রশংসা করে একটি চিঠিও পাঠিয়েছেন।
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে