শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৫৭:৪১

সে আমার শরীর নিয়ে বাণিজ্য করতে আসছে : আমলা পল

সে আমার শরীর নিয়ে বাণিজ্য করতে আসছে : আমলা পল

বিনোদন ডেস্ক : চেহারা ও গড়নগত মিল থাকায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করা হয় আমলা পলকে। অমলাও অভিনয় করেন। তবে বলিউডে নয়, দক্ষিণী সিনেমায়। এই অভিনেত্রীকেই এবার তার কর্মক্ষেত্রে সরাসরি ডেকে কুপ্রস্তাব দেয়া হয়েছে।

সঙ্গে সঙ্গে ওই স্থান ত্যাগ করার পরও ওই লোক পিছু পিছু আসেন। তাই বিরক্ত হয়ে বুধবার পুলিশে অভিযোগ করেছেন আমলা। মালয়েশিয়ার একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা অমলা পালের। চেন্নাইয়ে সে অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করছিলেন। অনুষ্ঠানের মধ্যেই সে লোকটি ঢুকে পড়েন।

অমলা বলেন, লোকটি আমার সঙ্গে খুবই অশালীনভাবে কথা বলেছে। তার কথার ধরণ দেখে মনে হয়েছে সে আমার শরীর নিয়ে বাণিজ্য করতে আসছে। আমি খুবই চমকে গেছি, অপমানিত বোধ করেছি। নাচের অনুশীলন করার সময় সে ভেতরে ঢুকে পড়ে।

নায়িকা বলেন, সে এমনভাবে কথা বলছিল যে আমি তাকে ওই অনুষ্ঠানেরই একজন মনে করেছিলাম। ভেতরে আমি একা ছিলাম। সে জানতো ওই সময় আমি ওখানে আছি। সে কারণেই আমি অনিরাপদ বোধ করেছি। নিশ্চয়ই সে কারো সহায়তা নিয়ে এটা করেছে। এ কারণেই সে জানতো ওই সময় আমি সেখানে থাকবো।' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে