শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০৭:২০

অভিনয় ছেড়ে রিকশা চালাচ্ছেন শাহরুখ, যাত্রী দুই বলি সুন্দরী

অভিনয় ছেড়ে রিকশা চালাচ্ছেন শাহরুখ, যাত্রী দুই বলি সুন্দরী

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে এবার রিকশা টানলেন শাহরুখ। তবে এটা সত্যি নয়। কিন্তু শুক্রবার সত্যিই রিকশা চালালেন শাহরুখ। আর তার যাত্রী হলেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা।

শুক্রবার সকালে পরিচালক আনন্দ এল রাই'র আগামী ছবি ‘‌‌জিরো’ ছবির সেটে শ্যুটিং'র ফাঁকে এভাবেই মজায় মাতলেন ছবির তিন মূল চরিত্র।

সাদা শার্ট আর নীল ডেনিমে তিন অভিনেতা-অভিনেত্রীকেই লাগছিল চনমনে। ইনস্টাগ্রামে রিকশা সফরের ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, সেরা স্মৃতিগুলি পাগলামি ভরা আইডিয়া থেকেই মাথায় আসে।

এবছরই ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘‌‌জিরো’‌র। ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করছেন। ক্যাটরিনা এক মদ্যপ, স্ট্রাগলিং অভিনেত্রী এবং আনুশকা এক ব্যর্থ বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে