শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:১০:১৮

হঠাৎ চাঁদপুরে অপু বিশ্বাস, উচ্ছ্বসিত চাঁদপুরবাসী

হঠাৎ চাঁদপুরে অপু বিশ্বাস, উচ্ছ্বসিত চাঁদপুরবাসী

বিনোদন ডেস্ক : চাঁদপুরে সম্প্রতি একটি কম্পানির কর্মকর্তা ও রিটেইলারদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। হঠাৎ জনপ্রিয় এ চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। অনেক তার আসার খবর বিশ্বাসই করতে পারেননি।

তাকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থল চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ভিড় জমে যায়। মঞ্চে বারবার ঘোষণা করা হচ্ছিল অপু বিশ্বাস আসবেন। কিন্তু উপস্থিত অতিথিরাও বিশ্বাস করতে পারছিলেন না।

অপু মঞ্চে এসে বলেন, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুরে আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার সবার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে