বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৫৭:১৮

ঘরে ঢোকে দরজা বন্ধ করেই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক...অত:পর

ঘরে ঢোকে দরজা বন্ধ করেই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক...অত:পর

বিনোদন ডেস্ক: মডেল হওয়ার জন্য ২০১৭-র ১০ জুলাই ব্রিটেন থেকে ইতালির মিলানে এসে পৌঁছান বছর কুড়ির এক তরুণী। নাম ক্লোয়ি এলিং। কিন্তু এর দিন কয়েক পর বাক্সবন্দি অবস্থায় তুরিন থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় লুকাস পাওয়েল হারবা নামে এক ফটোগ্রাফারকে।

তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ডার্ক ওয়েবে একটি গ্রাফি সাইটে চড়া দামে ক্লোয়িকে বেচে দেওয়ার পরিকল্পনা করেছিল লুকাস।

ফটোশুটের জন্য ওই তরুণীকে মিলানে নিজের অ্যাপার্টমেন্ট-এ আসতে বলেছিলেন লুকাস। ক্লোয়ি ঘরে ঢোকেই দরজা বন্ধ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক।

পুলিশের কাছে ক্লোয়ি জানিয়েছেন, তাকে জোর করে ড্রাগ খাওয়ানো হয়। মুখ, হাত-পা বেঁধে একটি বড় স্যুটকেসের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়।

ইতালির পুলিশ সূত্রে জানা গেছে, এই ডার্ক ওয়েবে এক জন দাসী হিসেবে তার দর উঠেছিল প্রায় ৩ লাখ ডলার।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে