মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:২৫:১৩

চোখের জাদুতে কুপোকাত, এবার রোনাল্ডোর রেকর্ডে থাবা বসালেন প্রিয়া

চোখের জাদুতে কুপোকাত, এবার রোনাল্ডোর রেকর্ডে থাবা বসালেন প্রিয়া

বিনোদন ডেস্ক :  কাজল টানা চোখেই কুপোকাত কাশ্মীর থেকে কন্যা কুমারী। অষ্টাদশী কন্যার কন্যার চোখের জাদুতে মাত তামাম নেট দুনিয়া। বুঝতেই পারছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র-এর কথাই বলা হচ্ছে। এবার সেই কাজল টানা চোখের প্রিয়া যোগ দিলেন রোনাল্ডো এবং কাইলি জেনার-এর ক্যম্পে। কিভাবে জানেন?

চোখের জাদুতে কুপোকাত, এবার রোনাল্ডোর রেকর্ডে থাবা বসালেন প্রিয়া। রিপোর্টে প্রকাশ,চোখের জাদুতে কুপোকাত করে প্রিয়া রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিশ্বের তাবড় সেলিব্রিটিদের। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লক্ষ ৬ হাজার।

মাত্র একদিনেই ওই অঙ্কের ফলোয়ার জোগাড় করে ফেলেছেন মালায়লম কন্যে। জানা যাচ্ছে, এর আগে রোনাল্ডো এবং কাইলি -ই ওই অঙ্কের ফলোয়ার জোগাড় করেছেন একদিনে। আর এবার সেই তালিকায় নাম জুড়ল প্রিয়ার।

এদিকে প্রিয়ার একাউন্টও ভেরিফায়েড হয়ে গিয়েছে। তাঁর একাউন্টে ভেরিফায়েড ব্লু টিকও দেখা যাচ্ছে। বর্তমানে ভারতের ইন্টারনেট সেনসেশন হলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তাঁর চোখের মায়াতেই কুপোকাত তাবড় যুবক হৃদয়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে