শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৭:২০:৪৩

হঠাৎ রুক্মিণীর ওপর দেবের আক্রমণ!

হঠাৎ রুক্মিণীর ওপর দেবের আক্রমণ!

বিনোদন ডেস্ক : ইশারায় ক্যামেরাকে ফলো করতে বললেন দেব। ক্যামেরাকে পিছনে রেখেই একটি ঘরে গিয়ে ঢুকলেন তিনি। তখন সেখানে বসে মোবাইলে ব্যস্ত ছিলেন রুক্মিণী মৈত্র। সেখানে রুক্মিণীর ওপর অতর্কিত ‘আক্রমণ’ করেন দেব। তবে রাগের বশবর্তী হয়ে কোনকিছু করেনি তিনি। রুক্মিণীর শরীর রাঙিয়ে দিয়েছেন আবিরের রঙে।
 
ঘরে ঢুকে হঠাৎ রুক্মিণীর মুখে হলুদ আবির মাখিয়ে দেন দেব। এই মধুর আক্রমণে হতচকিত হয়ে পড়েন রুক্মিণী। পরে দেখা যায় দেবের মুখেও একই রঙের আবির। এর পর দু’জনে মিলে হোলির শুভেচ্ছা জানান। এই ভিডিওটি আপাতত সোশ্যাল মিডিয়ায় দেব-রুক্মিণীর ভক্তদের পছন্দের তালিকার শীর্ষে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে