বিনোদন ডেস্ক : শনিবার শ্রদ্ধা কাপূরের জন্মদিন। উইকিপিডিয়ায় তথ্য অনুযায়ী, ৩১ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী। ২০১০ সালে বলিউডে পা রেখেছিলেন নায়িকা। অভিনয়-নাচ-হাসি এবং তার গ্ল্যামারের জাদুতে এখন হাজার হাজার ফ্যানের হার্টথ্রব তিনি। কিন্তু জানেন কি, শ্রদ্ধার ‘হার্টথ্রব’ কে?
বলিউডের জনপ্রিয় ‘খলনায়ক’ শক্তি কাপূরের মেয়ে শ্রদ্ধা। ভারতের মহারাষ্ট্রেই জন্ম। অভিনেতা সিদ্ধান্ত কাপূর শ্রদ্ধার দাদা। মায়ের নাম শিবাঙ্গি কোলহাপুরে। বলি অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে শ্রদ্ধার মাসি হন।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ নায়িকা। জীবনের নানা মুহূর্তের ছবি ও গল্প শেয়ার করে নেন ফ্যানেদের সঙ্গে। ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালবাসেন শ্রদ্ধা। শিখেছেন স্কুবা ডাইভিংও। তবে বিদ্যুত্ চমকালে সবচেয়ে বেশি ভয় পান তিনি। একটি সাক্ষাত্কারে নিজেই জানিয়েছিলেন নিজের ফোবিয়ার কথা।
ভালবাসেন নাচ-গান। লতা মঙ্গেশকরের গানই তার সবচেয়ে পছন্দের। ইনস্টাগ্রামে ছোটবেলার এমন স্মরণীয় মুহূর্তের ছবি নিজেই শেয়ার করেছিলেন শ্রদ্ধা। দাদা সিদ্ধান্ত কাপূর এবং এক তুতো ভাইয়ের সঙ্গে শেয়ার করেছিলেন ছোটবেলার এই ছবিটিও।
বস্টন ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে শ্রদ্ধা। সেই সময় ছবি করার সুযোগ পান। ২০১০ সালে ‘তিন পাত্তি’ ছবিতে বলিউড অভিষেক হয়েছিল শ্রদ্ধার। ছবিতে ছিলেন অমিতাভ বচ্চনও। এক কলেজ পড়ুয়ার চরিত্রে ছিলেন শ্রদ্ধা। যদিও ছবিটি একেবারেই চলেনি বলা যায়।
শ্রদ্ধার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এক কথায় ‘আশিকি টু’। ২০১৩ সালে আদিত্য রায় কাপূরের সঙ্গে তার এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ছবির গানগুলি আজও সমান জনপ্রিয়। একটি সাক্ষাত্কারে শ্রদ্ধা এক বার জানিয়েছিলেন চা খেতে সবচেয়ে বেশি ভালবাসেন শ্রদ্ধা। এ ছাড়া পছন্দ জাপানি খাবার। হিটলিস্টে রয়েছে সুশি।
বলিউডের অভিনেত্রীর ফ্যানের সংখ্যা প্রচুর। কিন্তু শ্রদ্ধা কার ফ্যান জানেন? একটি সাক্ষাৎকারে নিজের ‘মনের মানুষ’-এর নাম বলেছিলেন অভিনেত্রী। তিনি নাকি কলেজে পড়ার সময় থেকেই শ্রদ্ধার ক্রাশ। না, বলিউডের কেউ নন। হলিউড নায়ক জনি ডেপকেই সবচেয়ে বেশি পছন্দ করেন নায়িকা।
জন্মদিনের স্পেশ্যাল প্ল্যান নিয়ে বিশেষ কিছু শেয়ার না করলেও, ইন্ডাস্ট্রি সূত্রে খবর শুটিংয়েই ব্যস্ত রয়েছেন নায়িকা। শাহিদ কাপূরের সঙ্গে তার আগামী ছবি ‘বাত্তি গুল মিটার চালু’র শুটিং চলছে অভিনেত্রীর। আনন্দবাজার
এমটিনিউজ/এসএস