রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০২:১৭:০৪

'চালবাজ'র ট্রেইলারে নজর কেড়েছেন শাকিব-শুভশ্রী

'চালবাজ'র ট্রেইলারে নজর কেড়েছেন শাকিব-শুভশ্রী

বিনোদন ডেস্ক: 'নবাব' ছবির পর ফের পর্দায় ফিরছে শাকিব খান-শুভশ্রী জুটি। আজ রবিবার তাদের নতুন ছবি 'চালবাজ'র ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জী।

'চালবাজ' ছবিটির প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। দর্শকদের বেশিরভাগই ট্রেইলারের প্রশংসা করেছেন। ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হয়েছে। এটা নির্মাতা পক্ষ আগেই জানিয়েছিল।

তবে কোন ছবির রিমেক সেটা জানায়নি। ট্রেইলার দেখার পর বেশ কয়েকজন দর্শক দাবি করছেন 'চালবাজ' ছবিটি তেলেগু ছবি 'প্যাটেল অন সেল' এর রিমেক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে