রবিবার, ০৪ মার্চ, ২০১৮, ০৫:০২:২০

‘কবীর’-এর টিজারের নতুন চমক দিলেন দেব!

‘কবীর’-এর টিজারের নতুন চমক দিলেন দেব!

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে প্রযোজক দেবের এন্ট্রি ইজ ইক্যুয়াল টু একের পর এক চমক। ‘চ্যাম্প’, ‘ককপিট’-এ এর আগেই সেই প্রমাণ পেয়েছেন দর্শক। এ বার সামনে ‘কবীর’।

সব কিছু ঠিক থাকলে দেব-রুক্মিণী জুটির তৃতীয় ছবি মুক্তি পাবে আগামী এপ্রিলে। তার আগে সদ্য মুক্তি পেল এই ছবির টিজার। আর সেখানেও দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক।

টুইটারে টিজার লক করা রয়েছে। হ্যাশট্যাগে গিয়ে ‘কবীর টিজার’ শব্দ দু’টি টুইট করলেই আপনি দেখতে পাবেন আসন্ন ছবির টিজার।

‘কবীর’- এর আত্মপ্রকাশেই নতুন ভাবনার ঝলক দেখিয়েছেন দেব। স্যান্ড আর্ট টিজার প্রকাশ করেছেন তিনি। টলিউডে এই ভাবনা একেবারেই নতুন। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় দেব এই ছবির কবীর। রুক্মিণীর চরিত্রের নাম ইয়াসমিন।

দেব আগেই বলেছিলেন, ‘অনিকেতদার গল্প শুনে দারুণ লেগেছিল। এতটাই জীবন্ত বিষয় যে, সবাই বুঝতে পারবে।’ এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বাই বিস্ফোরণকে মাথায় রেখেই অনিকেত ছবির গল্প লিখেছেন।

মুম্বাইয়ের জাভেরি বাজারসহ বিভিন্ন জায়গায় কী ভাবে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনা নিয়েই গল্প সাজানো হয়েছে। আপাতত ‘কবীর’ নিয়ে অপেক্ষার পারদ চড়ছে দর্শক মহলে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে