সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ১২:৩৫:৩৯

রামেশ্বারাম সাগরে ভেসে গেলেন শ্রীদেবী

রামেশ্বারাম সাগরে ভেসে গেলেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর রামেশ্বারাম সাগরে ভেসে গেলেন শ্রীদেবী। রোববার দুপুরে শ্রীদেবীর চিতাভস্ম নিজ হাতে ভাসিয়ে দেন স্বামী বনি কাপুর। এসময় তার সঙ্গে ছিলেন শ্রীদেবী-বনি দম্পতির দুই কন্যা জাহ্নবি কাপুর ও খুশি কাপুর।

জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) মুম্বাই থেকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় বলিউড অভিনেত্রী শ্রীদেবীর চিতাভস্ম। বিশেষ বিমানে করে মুম্বাই থেকে শ্রীদেবীর চিতাভস্ম নিয়ে যাওয়া হয় সেখানে। তারপর সেটা ভাসিয়ে দেয়া হয় রামেশ্বারাম সাগরে।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের একটি হোটেলে মারা যান শ্রীদেবী। অনেক আইনি জটিলতা শেষ করে গত ২৭ ফেব্রুয়ারি মুম্বাই আনা হয় শ্রীদেবীর মরদেহ। ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে হয় শ্রীদেবীর শেষকৃত্য।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে