সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৯:৪৬:৫৯

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী

বিনোদন ডেস্ক : অল্পের জন্য প্রাণে বাঁচলেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। গত শুক্রবার জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে কনসার্ট করতে যান তানজিব। এসময় তার সাথে ছিল পুরো দল। বেশ ভালোভাবেই কনসার্ট সম্পন্ন করেন তারা।

এরপর জামালপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তানজিব ও ব্যান্ডদলকে বহনকারী গাড়িটি। তানজিব নিজেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

তানজিব জানান, জামালপুর থেকে কনসার্ট শেষে ঢাকায় ফেরার পথে রাত ১২ টায় ময়মনসিংহের ত্রিশাল এলাকায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আমাদের মাইক্রো বাসটির পেছনের ডানদিকের চাকা ফিউস হয়ে যায়।

এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, কিন্তু ভাগ্য ভালো হওয়ায় গাড়িটিকে আবারো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। একদম অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। সবার দোয়া ও ভালোবাসায় তিনি ও ব্যান্ডের সবাই অক্ষত আছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে