বিনোদন ডেস্ক : মাত্র এক বছর বয়সেই জনপ্রিয়তা তুঙ্গে। তৈমুরের ‘আপডেট’-এ সোশ্যাল মিডিয়া যেন চাঁদের হাট। তবে এই জনপ্রিয়তার দৌড়ে সে একা নয়। তার জনপ্রিয়তার ছত্রছায়ায় তারকা হয়ে উঠেছেন আরও একজন।
সোশ্যাল মিডিয়ার এই নতুন ‘সেনসেশন’-এর পরিচয় হল— সুপারস্টার করিনা কাপূর খান এবং সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খানের ন্যানি। তৈমুরের দিন থেকে রাত কাটে তারই সঙ্গে। নাম সাবত্রী। প্রায় সমস্ত জায়গাতেই তৈমুরের আশেপাশে দেখা যায় তাকে। যে কারণে তৈমুরের সঙ্গে সঙ্গে তার ছবিরও ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সাবত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকাউন্টের নাম ‘তৈমুরস ন্যানি’। তবে অ্যাকাউন্ট-এর পোস্ট করা কোনও ছবিতেই তিনি একা নন, সঙ্গে রয়েছে তৈমুরও।
খুদে নবাবকে কোলে তুলেই জনপ্রিয়তার হাত ধরেছেন চল্লিশোর্ধ সাবিত্রী। তবে সাইফ-পুত্র কোল ছাড়া হওয়ার পরেও এই জনপ্রিয়তা থাকবে কি না, তা সময়েই বলবে।
এমটিনিউজ/এসএস