সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ০৫:০২:৩৪

দেব পিস্তল ছোঁয়ালেন রুক্মিণীর কপালে, তারপর যা হলো..

দেব পিস্তল ছোঁয়ালেন রুক্মিণীর কপালে, তারপর যা হলো..

বিনোদন ডেস্ক : এই রকম একটা পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না দেবের অনুরাগীরা। 'কবীর' ছবির টিজার এক দিনেই ইউটিউবে ভাইরাল। সাফল্যের অন্যরকম সংজ্ঞা নিজেই তৈরি করেছেন দেব। প্রোডাকশন হাউস খোলার সঙ্গে সঙ্গেই একের পর এক ছবি বানিয়ে চলছেন তিনি। বিরামহীন।

অনিকেত চট্টোপাধ্যায়ের 'কবীর' আসলে মুম্বই সিরিয়াল ব্লাস্ট ঘটনার ছায়ায় তৈরি। ''খুব সেনসিটিভ কাজ। টেররিস্ট বা উগ্রবাদীদের নিয়ে বাংলা ছবিতে খুব বেশি কাজ হয়নি। তাই চরিত্রটা নিয়ে আগাগোড়া ভেবেছিলাম। কীভাবে দর্শকের কাছে কবীরকে পৌঁছে দেব। কবীর আসলে একটা মিশন। আমার কাছে বিরাট বড় মিশন।''

টিজার রিলিজের আগেই নিজের অফিসে বসে কথাগুলো বলছিলেন দেব। আর টিজার মুক্তির প্রথম দিনেই প্রায় এক মিলিয়ন উত্‍সুক দর্শক দেখে ফেলল এই দৃশ্যটা। দেব পিস্তল ছোঁয়ালেন রুক্মিণীর কপালে। তারপর সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট!

বলাই বাহুল্য, টিজারেই বেশ টেনশনে ফেলে দিয়েছেন দর্শককে। আগামী ১৩ এপ্রিল, নববর্ষের ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের এই ছবি। এখনও বাকি ট্রেলার রিলিজের। দেখা যাক, টিজারে উসকে দেওয়া এই প্রশ্নের কোনও জবাব ট্রেলারে পাওয়া যায় কি না!

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে