বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর ১০ দিন পরেই ২১ বছরে পা রাখলেন তার মেয়ে জাহ্নবী কাপূর। কিশোরি থেকে তরুণী হয়ে ওঠার পথে মায়ের সঙ্গ পেলেও, যৌবনে পা রাখতে হল তাকে মাতৃহীনতার কষ্ট নিয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবী জানিয়েছিলেন যে, এই বছর তিনি তার জন্মদিন পালন করবেন না। কিন্তু মাত্র দু’দিনের মধ্যেই জল গড়াল বিপরীত দিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বড় পার্টি রেখে নয়, পারিবারিক ডিনার-এর মাধ্যমে জাহ্নবীর জন্মদিন পালন করা হবে।
এই বিষয়ে কাপূর পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন যে, দুবাইয়ে থাকাকালীনই জাহ্নবীর জন্মদিনের প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন শ্রীদেবী। অভিনয় জগতে প্রথম পা রাখার খুশিতে মেয়ের জন্য খুব বড় মাপের জলসার পরিকল্পনা করেছিলেন তিনি।
নিজের ইচ্ছে পূরণের আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে কিংবদন্তি অভিনেত্রীকে। তাই স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য এই ঘরোয়া ডিনারের আয়োজন করেছেন প্রযোজক বনি। বাবার সিদ্ধান্তের সঙ্গে একমত জাহ্নবীও।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিদি সোনম কাপূর, ডিজাইনার মণীশ মলহোত্র-সহ আরও অনেক তারকা। কিন্তু ডিনারে তারা উপস্থিত থাকবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এমটিনিউজ/এসএস