বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমাতেই নায়ক হিসেবে বুবলির সাথে অভিনয় করেছেন শাকিব খান। এমনকি মুক্তির জন্য অপেক্ষমাণ সিনেমাটিতেও বুবলির নায়ক শাকিব।
এছাড়াও চুক্তিবদ্ধ হওয়া আরো কয়েকটি সিনেমাতেও এই দুজনই জুটি বেঁধেছেন। অর্থাৎ এখন পর্যন্ত বুবলি যতগুলো সিনেমা করেছেন তার একটিতেও শাকিব ব্যাতীত অন্য কোন নায়ক ছিলেন না।
তবে এবার প্রথমবারের মত শাকিব খানকে ছাড়াই পর্দার সামনে হাজির হচ্ছেন চিত্রনায়িকা বুবলি।
সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন বুবলি। প্রসাধনপণ্য তিব্বত বিউটি সোপের একটি বিজ্ঞাপনে এবার শাকিবকে ছাড়াই মডেল হচ্ছেন বুবলি।
বুবলি বলেছেন, গত বছরই নানা বিজ্ঞাপনের মডেল হবার প্রস্তাব আসতে থাকে তার জন্য।
একই সঙ্গে অনেক ছবিতে কাজ করার জন্য শাকিব আর বুবলিকে নিয়ে মিডিয়ার নানা কথাকে উড়িয়ে দিয়ে শাকিব বুবলী দুজনই বলেছেন প্রফেশনাল সম্পর্কের বাইরে তাদের কোন সম্পর্ক নেই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস