বিনোদন ডেস্ক : গত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র পর আবারও নয়া চমক নিয়ে ভক্তদের মাঝে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। আবারও কাঁদাবেন মেহজাবিন! ‘অনামিকার নীল উপাধ্যায়’ নামে একটি নাটকে তাকে দেখা যাবে জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো এক নারীর চরিত্রে।
নারীর ঘুরে দাঁড়ানোর গল্পে নির্মিত এ নাটকটি দেখতে চোখ রাখুন আজ (৮ মার্চ) রাত ৯টা ৫ মিনিটে এনটিভির পর্দায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। তার বিপরীতে অভিনয় করেছেন সজল নূর। এবার নাটকের কাহিনীর দিকে যাওয়া যাক।
মেহজাবিনবিয়ের পিঁড়িতে বসার আগেই অনামিকার(মেহজাবিন) জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে দাঁড়ায় তার জীবন। সানাইয়ের সুর নয়, বরং প্রবল হতাশার করুণ সুর তাকে গ্রাস করে। জীবনকে এখানেই থামাতে দেয়নি অনামিকা।
বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে ঙ89অবতীর্ণ হয় সে। ঠিক তখনই সহপাঠী বীথি তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তুর্যর সঙ্গে।
ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য(সজল)। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে?
এমন ভয় প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় অনামিকাকে। নাটকে সজল-মেহজাবিন ছাড়াও আরো অভিনয় করেছেন, সুষমা সরকার, শেলী আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহীসহ অনেকে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস