বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮, ১০:১১:০৭

‘তুই তে নামতে বাধ্য করোনা’

‘তুই তে নামতে বাধ্য করোনা’

বিনোদন ডেস্ক :  অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। একসময় বাংলা চলচ্চিত্রে আকাশ উজাল করে জোছনা ছড়িয়েছেন। চলচ্চিত্র প্লাবিত হয়েছিল পূর্ণিমার জোছনায়। এখন পূর্ণিমার চলচ্চিত্রে বিচরণ কমে গেছে, কিন্তু কমেনি দ্যুতি। মাঝে মাঝেই মঞ্চে আলো ছড়ান তিনি।

তবে পূর্ণিমা আজ আলোচনায় এসেছেন অন্য কথায়। নারী দিবস নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘তোমরা নারীদের সম্মান করো।’ এই বাক্যের ভিন্ন অর্থ বহন করে নিশ্চই। সেটা স্পষ্ট হয় পরের লাইনে। তিনি পরের লাইনে লিখেছেন, এখনো সময় আছে, আজ তুমি করেই বললাম, তুই তে নামতে বাধ্য করোনা।’

এই বাক্যে স্পষ্ট বোঝা যায় একটা শ্রেণিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, সেই শ্রেণির ওপর নিশ্চই তিনি ত্যক্ত বিরক্ত। যদিও জানা যায় নি কাদের উদ্দেশ্য বা কোন শ্রেণির উদ্দেশে এই পোস্ট। কেননা শেষ লাইনে ‘সকল নারীদের প্রতি শ্রদ্ধা’ জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে শোনা যায় পূর্ণিমা স্বপন চৌধুরীর নতুন একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। ‘ভবঘুরে’ নামের ওই ছবিটির শুটিং গত নভেম্বরেই হবার কথা থাকলেও তা শুরু হয়নি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে