বিনোদন ডেস্ক : কেমন আছেন গায়িকা ডলি- এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অ্যালবামের গানে যেমন জনপ্রিয় তিনি ঠিক তেমনি সিনেমার গানেও সমান জনপ্রিয়। মাঝে কয়েক বছরের বিরতি নিয়ে ছিলেন গানে। তবে গত দুই বছর ধরে আবার সরব হয়েছেন।
গায়িকা ডলি সায়ন্তনীর প্রথম স্বামী ছিলেন একজন ব্যবসায়ী। এরপর তিনি বিয়ে করেন সংগীত পরিচালক, গীতিকার আহমেদ রিজভীকে। এই সংসারে জন্ম হয় একটি মেয়ের। নাম কথা।
রিজভীর সঙ্গে বিচ্ছেদের পর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। রবি-ডলি দম্পতির একমাত্র মেয়ের নাম রিমঝিম। সেই সংসারও বেশিদিন টেকেনি।
শেষমেশ ডলি আশ্রয় নেন ফাইজান আজিমের ঘরে। এই দম্পতির এক মেয়ে। নাম ফাইজা। মেয়ের এবারের জন্মদিনে ডলি দম্পতিকে দেখে সহজেই বোঝা গেছে, বেশ সুখেই আছেন তারা।
ফাইজান আজিম কিছুদিন আগেও ছিলেন রূপায়ণ গ্রুপের অন্যতম শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন প্রাইম অ্যাসেটসের উচ্চপদে। সুদর্শন, সদালাপি আর সাদামাটা এই মানুষটি স্বামী হিসেবে একজন ফেরেশতা-এমনটি ভাষ্য তার স্ত্রী গায়িকা ডলি সায়ন্তনীর।
শিল্পীর মতে, স্ত্রী-সন্তানদের প্রতি ফাইজান যে পরিমাণ কেয়ারিং তা অন্য কোনো স্বামীর মাঝে আছে কি না আমি জানি না। জানা গেছে, তিন মেয়েকে যেভাবে ভালোবেসে আগলে রাখেন ফাইজান সেটাই ডলির কাছে সবচেয়ে বড় ভালো লাগা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস