বিনোদন ডেস্ক : একদিকে যখন টলিউড সেনসেশন শুভশ্রীর সঙ্গে রাজের এনগেজমেন্ট নিয়ে ব্যস্ত টলিপাড়া তখন অন্যদিকে বিয়েটা সেরেই ফেললেন জনপ্রিয় এই অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়৷
অর্থাৎ সকলের প্রিয় বয়েই গেল ধারাবাহিকের কৃষ্ণা বা বাসক অথবা মন নিয়ে কাছাকাছির ডঃ লাবণ্য সান্যাল৷ পাত্র- অনির্বাণ বিশ্বাস, পেশায় সাংবাদিক৷ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি৷ তাঁর প্রথম কাজ প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকের হাত ধরেই শুরু হয়৷
তারপর একে একে বয়েই গেলো, দুর্গা দুর্গতিনাশিনী, মন নিয় কাছাকাছি, গোয়েন্দা গিন্নি, এমনই আরও অনেক কাজই করেছেন তিনি৷ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আসা যাওয়ার মাঝে ছবিতেও অভিনয় করেন বাসবদত্তা৷
সকলের পছন্দের সেই অভিনেত্রীই সাতপাকে বাঁধা পড়লেন৷ তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখই৷ গোলাপি শাড়ি এবং সোনার গয়নায় মোড়া বাসবদত্তার থেকে মুখ ফেরানোয় যেন বেশ কঠিন হয়ে উঠেছিল৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস