বিনোদন ডেস্ক : প্রেম-ভালোবাসায় রাজশ্রীর সিলমোহর। অবশেষে বাগদান, রেজেস্ট্রি সেরেই ফেললেন রাজ ও শুভশ্রী৷ এবার আনুষ্ঠানিক বিয়ের প্রস্তুতিতে দুই পরিবার। জামাইয়ের ইলিশপ্রীতি থেকে বিয়ের প্রস্তুতি। সব কিছুতেই ব্যস্ত শুভশ্রীর মা বীণা গাঙ্গুলী৷
এ যেন কাছে, দূরে আবার কাছে। টলি পাড়ায় পরিচালক-অভিনেত্রী রাজ-শুভশ্রীর প্রেম-ভালোবাসা নিয়ে গোপনিয়তা ছিলই। মঙ্গলবার ইন্ডাস্ট্রিকে চমকে দিয়ে রেজিস্ট্রি হয় রাজ-শুভশ্রীর। এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বর্ধমানের বাজে প্রতাপপুরের গাঙ্গুলী পরিবার। সময় কম। তাই সেলেব বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।
হঠাৎ করে কলকাতার বিনোদন জগতে শোরগোল৷ টুক করে বিয়েটা সেরে ফেলছেন রাজ ও শুভশ্রী৷ ব্যস, আর কি? এতদিনের রাজ-শুভশ্রী-মিমি গুঞ্জনে ইতি! কিন্তু হঠাৎ করে এই বিয়ের সিদ্ধান্ত?
রাজ এ ব্যাপারে কিছু না বললেও, অলটাইম বিন্দাস শুভশ্রী কিন্তু বলেই দিয়েছেন জলদি বিয়ের কারণ! শুভশ্রীর কথায়, ‘লোকে যাতে আমাদের নিয়ে কম কথা বলে, তারজন্যই বিয়েটা করেই ফেললাম আমরা৷ এখন রাজ নিশ্চিন্তে আমাকে দেখে সিটি মারতে পারবে।’
এমটিনিউজ/এসএস