শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮, ১০:০৬:০৫

আর যেন তর সইছে না ‘লাভার বয়’ রাজের!

আর যেন তর সইছে না ‘লাভার বয়’ রাজের!

বিনোদন ডেস্ক : আর তর সইছে না রাজের। রেজিস্ট্রি তো সেরেই ফেলেছেন, এবার অপেক্ষা শুভশ্রীর গলায় মালা দেওয়ার। ৬ মার্চ, মঙ্গলবার আরবানা ক্লাব হাউসের সারপ্রাইজ পার্টিতে বাগদান সেরেছেন, রাজশ্রী জুটি। এবার তাঁরা প্ল্যান করছেন ১১ মে সাত পাকে বাঁধা পড়ার। কলকাতার একটি সাইটে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় টলিউডের ‘লাভার বয়’ জানিয়েছেন, “বন্ধুদের ডেকেছিলাম পার্টি করব বলে। তারপর এঙ্গেজমেন্ট সারতেই সবাই অবাক হয়েছে। এবার পালা গালা নাইটের (বিয়ের)।”

উল্লেখ্য, বন্ধু রুদ্রনীল, পদ্মনাভ, শ্রেয়া পাণ্ডে, প্রযোজক শ্রীকান্ত মেহতা এবং পরিবারের সদস্যদের নিয়ে একেবারে ঘরোয়া আয়োজনেই আইনি বিয়ে সেরেছেন রাজশ্রী জুটি। ফিল্মি কায়দার এই বিয়েতে তাজ্জব হয়েছে গোটা ইন্দ্রপুরী। টলিডিভা তনুশ্রী তো ‘হা’ হয়ে গিয়েছিলেন। তবে, চুপিসাড়ে আইনি বিয়ে সারলেও টোপর পরে জামাই সেজে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ করার চান্স কিন্তু একেবারেই মিস করতে চান না রাজ। এখন থেকেই রাজের মুখে শোনা যাচ্ছে, ‘কবে আইবে আমার পালা রে/দিমু গলায় মালা রে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে