বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী আরফিন রুমী গান গাওয়া ছেড়ে দিলেন। সম্প্রতি তিনি এমনটাই জানিয়েছেন। আরফিন রুমী বলেছেন, ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না।
ইনশাল্লাহ যেদিন আমার মরণ কালেও ফিরে আসা।’ বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। ভক্ত থেকে শোবিজ পাড়া-সবখানেই এ নিয়ে কথাবার্তা চলছিল। কিন্তু তার স্ট্যাটাসের পর সেটা আরো স্পষ্ট হয়। ধারণা করা হচ্ছে ধর্মীয় বিষয়ে আরেফিন রুমী গভীর মনোযোগী হয়েছেন যার কারণে তাকে আর গানে দেখা যাচ্ছে না। অদৌ গানে ফিরবেন কি-না, এ ঘোষণার পর সেটা আরো অস্পষ্ট হলো।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস