শনিবার, ১০ মার্চ, ২০১৮, ০৫:৩৮:৩৬

'সিনেমা নির্মাণের সময় আমরা বেশ মজা করব'

'সিনেমা নির্মাণের সময় আমরা বেশ মজা করব'

বিনোদন ডেস্ক: বলিউডের অ্যাকশধর্মী সিনেমা সিরিজগুলোর মধ্যে একটি 'দাবাং'। দর্শকদের কাছে সিনেমাটিতে সালমান খান ও সোনাক্ষী সিনহার মধ্যে রসায়ন বেশ প্রশংসনীয়। এতোদিন সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণ নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে অবশেষে বিষয়টি নিশ্চিত করলেন প্রভুদেবা। দাবাং-থ্রি সিনেমার পরিচালনার দায়িত্বে থাকছেন তিনি।

কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভুদেবা বলেন, ‘গত সপ্তাহে বিষয়টি চূড়ান্ত করতে আমি মুম্বাই গিয়েছিলাম। এখন আমি বলতে পারি, সালমান ও আরবাজ খানের দাবাং-থ্রি পরিচালনা করছি আমি। আমরা অনেকদিন থেকেই পরস্পরের সঙ্গে যুক্ত আছি। তাদের সঙ্গে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তাদের কে-ই বা ফেরাতে চাইবে?’

তিনি আরও জানান ‘আমরা সবাই জানি এটি সালমানের চুলবুল পান্ডেকে ঘিরেই। পুলিশের চরিত্রে তার কৌতুক থাকবে। অভিনয়শিল্পীসহ সবকিছু অপরিবর্তিত থাকবে। সালমান, সোনাক্ষী সিনহা, আরবাজের সঙ্গে সংগীতে থাকবেন সাজিদ-ওয়াজিদ। পরিচালক হিসেবে আমি ছাড়া দাবাং-থ্রি তে সবকিছুই অপরিবর্তিত থাকবে।’

সালমান-প্রভুদেবার দ্বিতীয় হলেও সোনাক্ষীর সঙ্গে এ নির্মাতার পঞ্চম সিনেমা এটি। ওয়ান্টেড পরিচালক বলেন, ‘সোনাক্ষী ও আমার বোঝাপড়া খুবই ভালো। সালমান ভাইও টিমের সবার সঙ্গে খুবই আন্তরিক। সিনেমা নির্মাণের সময় আমরা বেশ মজা করব।’

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত নয় বছরে সালমান অভিনীত বেশকিছু সিনেমা ফ্লপ হয়। তবে ২০০৯ সালে ঈদ উপলক্ষে মুক্তি পায় এ অভিনেতার ওয়ান্টেড। এ সিনেমার মাধ্যমে সালমান বক্স অফিস শাসন শুরু করেন।ওয়ান্টেড সিনেমার পরিচালক হিসেবে ছিলেন প্রভুদেবা। দাবাং থ্রি-তেও এই জুটি বাজিমাত করবেন বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে