এক্সক্লুসিভ ডেস্ক : বাংলা সিরিয়ালের উঠতি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার মৌমিতা সাহার ঝুলন্ত দেহ। ফেসবুকে যথেষ্ট অ্যাকটিভ মৌমিতার শেষ পোস্ট প্রায় দু’মাস আগের। এর পর সোশ্যাল মিডিয়া থেকে কার্যত উধাও হয়ে যান অভিনেত্রী।
দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ব্যান্ডেল থেকে কলকাতায় এসেছিলেন মৌমিতা। ২৩ বছরের মৌমিতা থাকতেন রিজেন্ট পার্ক থানার অশোকনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন মৌমিতা।
শুক্রবার দুপুর থেকে মৌমিতাকে ফোনে পাননি বাড়ির লোক। পরে তারা বাড়িওয়ালাকে বিষয়টি জানানো হয়। বাড়িওয়ালার দাবি, মৌমিতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কোনও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন। তখনই ওড়নার ফাঁস থেকে মৌমিতার ঝুলন্ত দেহ দেখা যায়।
কাজের সুযোগ না পেয়েই কি তবে অবসাদে ভুগছিলেন মৌমিতা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? মৌমিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন তদন্তকারীরা। সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার আর অভিনেত্রী হওয়া হল না’। আর এতেই পুলিশ মনে করছে, হতাশায় ডুবে গিয়েছিলেন উঠতি অভিনেত্রী। সেই থেকেই এমন চরম সিদ্ধান্ত।
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ মৌমিতা ফেসবুকে মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো গল্প শেয়ার করতেন। মৌমিতা ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন এই ছবিটি। ১৮ জানুয়ারি শেয়ার করেছিলেন এই ছবি।
একটি ফ্লাইওভারের গার্ডওয়ালের ধারে গালে হাত দিয়ে দাঁড়ানো ছবির ক্যাপশনে লেখা, ‘বলবে না পিছুটান আর ফিরে চল’।
মৌমিতার শেষ পোস্টটি তদন্তকারীদের ভাবাচ্ছে। শুধুই কাজ না পাওয়ার অবসাদ, নাকি সম্পর্কের কোনও টানাপড়েনে ছিলেন মৌমিতা? এই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
এমটিনিউজ/এসএস