শনিবার, ১০ মার্চ, ২০১৮, ১১:২২:১২

তৈমুরকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সাঈফ, বিস্ফোরক তথ্য জানালেন কারিনা

তৈমুরকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সাঈফ, বিস্ফোরক তথ্য জানালেন কারিনা

বিনোদন ডেস্ক : ছেলের নামকরণ বিতর্ক নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন কারিনা কাপুর খান। শনিবার কারিনা জানিয়েছেন, ছেলে তৈমুরের নামকরণ নিয়ে হওয়া বিতর্কে ভেঙে পড়েছিলেন সাইফ আলি খান।

কেন ছেলের নামকরণ একজন হামলাকারীর নামে করা হয়েছে, ক্রমাগত এই সমালোচনায় ভেঙে পড়েছিলেন সাইফ। এমনকি ছেলের নাম তৈমুর থেকে বদল করে ফায়েজ রাখারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

কারিনা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সাইফ ছেলের নাম বদল করে ফায়েজ রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু আমি কোনও চাপের কাছে মাথা নোয়াতে রাজি ছিলাম না। ঠিক করি ছেলের নাম তৈমুরই থাকবে।’

ছেলের উপরে মিডিয়ার নজরদারিরও সমালোচনা করেন করিনা। বলেন, ‘গোটা বিষয়টা মোটেই ভালো লাগছে না। তৈমুরের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। ও কী করছে, কোথায় ‌যাচ্ছে। কী পরে রয়েছে। এমনকি ওর হেয়ার স্টাইলও নজরে রাখা হচ্ছে। ওর বয়স মাত্র ১৪ মাস। এ জিনিস একদম ঠিক নয়।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে